ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে অবৈধ ভোটারের অংশগ্রহণের অভিযোগ: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি হয়েছে।

তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বলেন, “আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা উঠেছে। একটি হলে ২৯৯ ভোটের কথা থাকলেও সেখানে ৪০০টি ব্যালট পেপার বিতরণ হয়েছে। ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকাও তৈরি হয়নি, ফলে যেকেউ যেকোনো সময় ভোট দিতে পেরেছে।”

রুমিন ফারহানা আরও জানান, তিনজন শিক্ষক নির্বাচন বর্জন করেছেন এবং তারা একই ধরনের অভিযোগ তুলে জানিয়েছেন। প্রার্থীরা ও বিভিন্ন প্যানেলও সন্দেহ প্রকাশ করেছেন, যে কেউ ভোটার না হলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, “কেবল ছাত্রদল নয়, অন্য প্যানেলগুলোরও মনে হচ্ছে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও পরিচ্ছন্ন হয়নি এবং প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। তাই বিএনপি এই নির্বাচন বর্জনের কারণ স্পষ্ট।”

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

জাকসু নির্বাচনে অবৈধ ভোটারের অংশগ্রহণের অভিযোগ: রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি হয়েছে।

তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বলেন, “আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা উঠেছে। একটি হলে ২৯৯ ভোটের কথা থাকলেও সেখানে ৪০০টি ব্যালট পেপার বিতরণ হয়েছে। ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকাও তৈরি হয়নি, ফলে যেকেউ যেকোনো সময় ভোট দিতে পেরেছে।”

রুমিন ফারহানা আরও জানান, তিনজন শিক্ষক নির্বাচন বর্জন করেছেন এবং তারা একই ধরনের অভিযোগ তুলে জানিয়েছেন। প্রার্থীরা ও বিভিন্ন প্যানেলও সন্দেহ প্রকাশ করেছেন, যে কেউ ভোটার না হলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, “কেবল ছাত্রদল নয়, অন্য প্যানেলগুলোরও মনে হচ্ছে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও পরিচ্ছন্ন হয়নি এবং প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। তাই বিএনপি এই নির্বাচন বর্জনের কারণ স্পষ্ট।”