জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোট গণনার সময় আকস্মিকভাবে মারা যান। প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত তিনি সকালে ভোট গণনা কার্যক্রমে অংশ নেন এবং দরজার সামনে লুটিয়ে পড়েন। এরপর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম ভিন্ন ভিন্ন ফেসবুক স্ট্যাটাসে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। জামায়াত আমির তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ছাত্রশিবির সভাপতি জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রার্থী রয়েছেন। ভোট গণনা প্রথাগত পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবং তা এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।























