ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব অভিযোগ করেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস শুক্রবার (১২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব অভিযোগ করেন, ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনার সিদ্ধান্তেই শিক্ষিকার মৃত্যুতে দুঃখিত হয়েছেন। তিনি বলেন, “ওএমআর মেশিনে গণনা না করার সিদ্ধান্ত ভুল ছিল। এই কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।”

আদিব আরও দাবি করেন, নির্বাচনে ভোট কারচুপির কোনো ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিকভাবে তকমা দিয়ে একটি দল নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তিনি এই প্রক্রিয়ার নিন্দা জানান।

শিক্ষিকার প্রথম জানাজা দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

‘ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না’

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব অভিযোগ করেন

আপডেট সময় ০২:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস শুক্রবার (১২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব অভিযোগ করেন, ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনার সিদ্ধান্তেই শিক্ষিকার মৃত্যুতে দুঃখিত হয়েছেন। তিনি বলেন, “ওএমআর মেশিনে গণনা না করার সিদ্ধান্ত ভুল ছিল। এই কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।”

আদিব আরও দাবি করেন, নির্বাচনে ভোট কারচুপির কোনো ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিকভাবে তকমা দিয়ে একটি দল নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তিনি এই প্রক্রিয়ার নিন্দা জানান।

শিক্ষিকার প্রথম জানাজা দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হবে।