ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুলের নজরুল ইসলামকে নির্বাচন বানচালের অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বানচালের চেষ্টা করছেন বিএনপি নেতা নজরুল ইসলাম—এমন অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।

মাজহারুল ইসলাম দাবি করেন, প্রশাসনের ভেতরে একটি গ্রুপ আছে যারা অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করার চেষ্টা করছে এবং তাদের প্রধান ইন্ধনদাতা হলেন নজরুল ইসলাম। তিনি জানান, নজরুল ইসলাম একটি প্রভোস্ট হিসেবে নির্দিষ্ট একটি হলে প্রবেশ করে মব সৃষ্টি করেছেন এবং ভোট সাময়িক স্থগিতের ঘটনার জন্যও তিনি দায়ী। ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টাও করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাজহারুল। সেই সঙ্গে তিনি বলেন, সকালে একজন শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ইতোমধ্যে তৈরি হওয়া উত্তেজনাকে কাজে লাগিয়ে এখন নতুন করে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা চলছে।

মাজহারুল আরও দাবি করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিনেরও মধ্যে ফলাফল ঘোষণা না করায় শিবির ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। তিনি বলেন, অভিমানী সন্তানের রাগ মেটাতে ছাত্রদলের দাবির মুখে ওএমআর মেশিন বাতিল করা হয়েছে এবং এখন সময়ক্ষেপণ করে নির্বাচনের ফলাফল বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে।

উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনে ক্যাম্পাসে উত্তেজনা ও অভিযোগ-বিবাদ এড়িয়ে যায়নি। অভিযোগপ্রতিউত্তর, প্রশাসনিক ব্যাখ্যা বা নজরুল ইসলাম ও ছাত্রদলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সংবাদ প্রস্তুতির সময় পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুলের নজরুল ইসলামকে নির্বাচন বানচালের অভিযোগ

আপডেট সময় ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বানচালের চেষ্টা করছেন বিএনপি নেতা নজরুল ইসলাম—এমন অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।

মাজহারুল ইসলাম দাবি করেন, প্রশাসনের ভেতরে একটি গ্রুপ আছে যারা অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করার চেষ্টা করছে এবং তাদের প্রধান ইন্ধনদাতা হলেন নজরুল ইসলাম। তিনি জানান, নজরুল ইসলাম একটি প্রভোস্ট হিসেবে নির্দিষ্ট একটি হলে প্রবেশ করে মব সৃষ্টি করেছেন এবং ভোট সাময়িক স্থগিতের ঘটনার জন্যও তিনি দায়ী। ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টাও করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাজহারুল। সেই সঙ্গে তিনি বলেন, সকালে একজন শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ইতোমধ্যে তৈরি হওয়া উত্তেজনাকে কাজে লাগিয়ে এখন নতুন করে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা চলছে।

মাজহারুল আরও দাবি করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিনেরও মধ্যে ফলাফল ঘোষণা না করায় শিবির ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। তিনি বলেন, অভিমানী সন্তানের রাগ মেটাতে ছাত্রদলের দাবির মুখে ওএমআর মেশিন বাতিল করা হয়েছে এবং এখন সময়ক্ষেপণ করে নির্বাচনের ফলাফল বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে।

উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনে ক্যাম্পাসে উত্তেজনা ও অভিযোগ-বিবাদ এড়িয়ে যায়নি। অভিযোগপ্রতিউত্তর, প্রশাসনিক ব্যাখ্যা বা নজরুল ইসলাম ও ছাত্রদলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সংবাদ প্রস্তুতির সময় পাওয়া যায়নি।