ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

“জাকসু নির্বাচনে ভোট গণনা ম্যানুয়ালি, ফল ঘোষণা আজকের মধ্যে”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্বকে দূর করতে ভোট গণনার কার্যক্রম ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান শুক্রবার নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচন হবে সকলের অক্লান্ত পরিশ্রমের ইতিহাস। যারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এর আগে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তির কারণে ভোট গণনা ম্যানুয়ালি করা হয়। এই কারণে ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পার হলেও হল সংসদের ভোট গণনা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় ১৮টি হলের ভোট গণনা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ছাত্র সংসদের বাকি গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বিকেলে একটি রিটার্নিং কর্মকর্তা মেশিনে ভোট গণনার দাবি জানান। তবে জরুরি বৈঠকের পর ভোট গণনা ম্যানুয়ালি চালানোই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিক্ষার্থী ও পদপ্রার্থীরা ম্যানুয়াল পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন ফলাফল আজকের মধ্যেই ঘোষণা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য নির্বাচন পেছাতে পারে না : সারজিস

“জাকসু নির্বাচনে ভোট গণনা ম্যানুয়ালি, ফল ঘোষণা আজকের মধ্যে”

আপডেট সময় ০৭:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্বকে দূর করতে ভোট গণনার কার্যক্রম ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান শুক্রবার নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচন হবে সকলের অক্লান্ত পরিশ্রমের ইতিহাস। যারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এর আগে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তির কারণে ভোট গণনা ম্যানুয়ালি করা হয়। এই কারণে ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পার হলেও হল সংসদের ভোট গণনা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় ১৮টি হলের ভোট গণনা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ছাত্র সংসদের বাকি গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বিকেলে একটি রিটার্নিং কর্মকর্তা মেশিনে ভোট গণনার দাবি জানান। তবে জরুরি বৈঠকের পর ভোট গণনা ম্যানুয়ালি চালানোই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিক্ষার্থী ও পদপ্রার্থীরা ম্যানুয়াল পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন ফলাফল আজকের মধ্যেই ঘোষণা করতে প্রতিশ্রুতিবদ্ধ।