ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকলেও মাঠে ভারত পাকিস্তানকে ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে। রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৬ দশমিক ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে এবং টানা দুই জয়ে প্রথম দল হিসেবে সুপার ফোরে এক পা রাখে।
ভারতের ইনিংস শুরু হয় শুভমান গিলের সঙ্গে অভিষেক শর্মা দিয়ে। গিল ৭ বলে ১০ রান করে স্টাম্পড হয়ে আউট হন। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করে আউট হন ফাহিম আশরাফের হাতে। এরপর সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা দলকে জয়ের পথে এগিয়ে নেন। তিলক ৩১ বলে ৩১ রান করে আউট হন, এরপর দলের বাকি কাজটি শেষ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব, ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তানের ইনিংসে একমাত্র সাফল্য পান সাইম আইয়ুব, তিন উইকেট শিকার করেন তিনি। ইনিংস শুরুতে সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস দ্রুত আউট হন। ৬ রানে ২ উইকেট হারানোর পর শাহিবজাদা ফারহান ও ফখর জামান তৃতীয় উইকেট জুটিতে চেষ্টা করেন। ফখর ১৫ বলে ১৩ রান করে আউট হন। ফারহান ৪৪ বলে ৪০ রান করেন। শেষদিকে আফ্রিদি ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।
ভারতের বোলিংয়ে কুলদীপ যাদব তিন উইকেট নেন। বুমরাহ ও অক্ষর প্যাটেল দুইটি করে উইকেট শিকার করেন। বরুণ ও হার্দিক একটি করে উইকেট নেন।