রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে এবার নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নয়টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট ৯৯০টি বুথে একসঙ্গে ভোট দেবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে, যাতে শিক্ষার্থীরা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে পারেন।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বিপুল ভোটারদের জন্য যথেষ্ট বুথের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এদিকে, রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদ নির্বাচনে প্রার্থী সংখ্যা ৬০০ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এ ধরনের ব্যবস্থায় সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
























