ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ এএসআই সড়ক দুর্ঘটনায় আহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সহকারি উপপরিদর্শক (এএসআই) ও গ্রেফতারকৃত আসামী আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাড়াদিগর গ্রামের মৃত ছলেমানের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মোশারফ হোসেন (৬৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুর রউফ। গ্রেফতারের পর আসামিকে নিয়ে মোটরসাইকেল যোগে তদন্ত কেন্দ্রে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার উপর পড়ে যান। এতে পুলিশ সদস্য ও গ্রেফতারকৃত আসামি দুজনই গুরুত্বর আহত হয়।বৃহস্পতিবার দুপুরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও আসামীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং দুজনই এখন আশঙ্কামুক্ত।

 

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.)-এর পছন্দের কিছু খাবার

নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ এএসআই সড়ক দুর্ঘটনায় আহত

আপডেট সময় ০৭:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সহকারি উপপরিদর্শক (এএসআই) ও গ্রেফতারকৃত আসামী আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাড়াদিগর গ্রামের মৃত ছলেমানের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মোশারফ হোসেন (৬৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুর রউফ। গ্রেফতারের পর আসামিকে নিয়ে মোটরসাইকেল যোগে তদন্ত কেন্দ্রে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার উপর পড়ে যান। এতে পুলিশ সদস্য ও গ্রেফতারকৃত আসামি দুজনই গুরুত্বর আহত হয়।বৃহস্পতিবার দুপুরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও আসামীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং দুজনই এখন আশঙ্কামুক্ত।