ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চীনের সড়কে চার চাকার স্কুটার চালাচ্ছে কুকুর, ভিডিও দেখে বিস্মিত মানুষ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

সম্প্রতি চীনের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুরকে চার চাকার একটি স্কুটার চালাতে দেখা যাচ্ছে, যা দেখে বহু মানুষ বিস্মিত হয়েছেন। চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরের এই ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি কুকুর স্কুটারের চালকের আসনে দাঁড়িয়ে সামনের স্টিয়ারিং ধরে ঘেউ ঘেউ করছে, আর স্কুটারটি সড়কে অন্যান্য যানবাহনের পাশ দিয়ে ধীরে ধীরে চলছে।

 

 

একজন পথচারী চিৎকার করে বলে ওঠেন, ‘এ আমি কী দেখছি। একটি কুকুর গাড়ি চালাচ্ছে!’ স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন ট্রাফিক পুলিশ পরে কুকুরটিকে গাড়ি চালাতে বাধা দেন এবং সেটিকে থামান।

 

কুকুরটির মালিক পেশাদার প্রাণী প্রশিক্ষক, নাম চেন। তিনি বলেন, স্কুটারটি বয়স্কদের ব্যবহারের জন্য, এবং তিনি সেটির চালু ও বন্ধ করার ব্যবস্থায় খানিকটা পরিবর্তন করেছেন। এখন একটি বোতাম চেপে ধরলে সেটি সামনে যায় এবং বোতাম থেকে পা তুলে নিলে বন্ধ হয়ে যায়। কুকুরটি এক পা দিয়ে এই কাজটি করে।

 

 

চেন জানান, গাড়ি চালানোর সময় তিনি কুকুরটির সঙ্গেই ছিলেন। তবে সেটি কেমন চালায়, তা দেখতে তিনি কিছুক্ষণের জন্য কুকুরটিকে একা গাড়ি চালাতে দিয়েছিলেন। পুলিশ চেনকে জরিমানা করেনি, তবে মৌখিকভাবে সতর্ক করেছে যে কুকুরদের সড়কে গাড়ি চালানোর অনুমতি নেই।

 

চেন বলেন, তার কুকুরটি ল্যাব্রাডার প্রজাতির, নাম ওয়েনজি, বয়স পাঁচ বছর। দারুণ বুদ্ধিমান ও শান্ত স্বভাবের জন্য এলাকার সবাই তার কুকুরটিকে চেনে। এক মাস ধরে তিনি কুকুরটিকে স্কুটার চালানো শিখিয়েছেন এবং ওয়েনজি এখন একা একাই স্কুটার চালাতে পারে।

 

 

স্কুটার চালানোর পাশাপাশি ওয়েনজি স্কেটবোর্ডও চালাতে পারে, জ্বালাতে পারে লাইট এবং এমনকি বাড়ির আবর্জনাও যথাস্থানে ফেলে আসতে পারে। চেন প্রাণী, বিশেষ করে কুকুর ও বিড়ালের একটি প্রশিক্ষণকেন্দ্র চালান। এছাড়া পোষা প্রাণীদের জন্য তার একটি পেট বোর্ডিংও আছে।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া: রেল কর্তৃপক্ষ

চীনের সড়কে চার চাকার স্কুটার চালাচ্ছে কুকুর, ভিডিও দেখে বিস্মিত মানুষ

আপডেট সময় ১১:২৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সম্প্রতি চীনের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুরকে চার চাকার একটি স্কুটার চালাতে দেখা যাচ্ছে, যা দেখে বহু মানুষ বিস্মিত হয়েছেন। চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরের এই ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি কুকুর স্কুটারের চালকের আসনে দাঁড়িয়ে সামনের স্টিয়ারিং ধরে ঘেউ ঘেউ করছে, আর স্কুটারটি সড়কে অন্যান্য যানবাহনের পাশ দিয়ে ধীরে ধীরে চলছে।

 

 

একজন পথচারী চিৎকার করে বলে ওঠেন, ‘এ আমি কী দেখছি। একটি কুকুর গাড়ি চালাচ্ছে!’ স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন ট্রাফিক পুলিশ পরে কুকুরটিকে গাড়ি চালাতে বাধা দেন এবং সেটিকে থামান।

 

কুকুরটির মালিক পেশাদার প্রাণী প্রশিক্ষক, নাম চেন। তিনি বলেন, স্কুটারটি বয়স্কদের ব্যবহারের জন্য, এবং তিনি সেটির চালু ও বন্ধ করার ব্যবস্থায় খানিকটা পরিবর্তন করেছেন। এখন একটি বোতাম চেপে ধরলে সেটি সামনে যায় এবং বোতাম থেকে পা তুলে নিলে বন্ধ হয়ে যায়। কুকুরটি এক পা দিয়ে এই কাজটি করে।

 

 

চেন জানান, গাড়ি চালানোর সময় তিনি কুকুরটির সঙ্গেই ছিলেন। তবে সেটি কেমন চালায়, তা দেখতে তিনি কিছুক্ষণের জন্য কুকুরটিকে একা গাড়ি চালাতে দিয়েছিলেন। পুলিশ চেনকে জরিমানা করেনি, তবে মৌখিকভাবে সতর্ক করেছে যে কুকুরদের সড়কে গাড়ি চালানোর অনুমতি নেই।

 

চেন বলেন, তার কুকুরটি ল্যাব্রাডার প্রজাতির, নাম ওয়েনজি, বয়স পাঁচ বছর। দারুণ বুদ্ধিমান ও শান্ত স্বভাবের জন্য এলাকার সবাই তার কুকুরটিকে চেনে। এক মাস ধরে তিনি কুকুরটিকে স্কুটার চালানো শিখিয়েছেন এবং ওয়েনজি এখন একা একাই স্কুটার চালাতে পারে।

 

 

স্কুটার চালানোর পাশাপাশি ওয়েনজি স্কেটবোর্ডও চালাতে পারে, জ্বালাতে পারে লাইট এবং এমনকি বাড়ির আবর্জনাও যথাস্থানে ফেলে আসতে পারে। চেন প্রাণী, বিশেষ করে কুকুর ও বিড়ালের একটি প্রশিক্ষণকেন্দ্র চালান। এছাড়া পোষা প্রাণীদের জন্য তার একটি পেট বোর্ডিংও আছে।