বগুড়ার নন্দীগ্রামে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের হাতকে আরও শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ হাসান, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাসেম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. নুরনবী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, যুবদল নেতা সাকিব হোসেন, রাজু, রাসেল, বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হক, ছাত্রদল নেতা হাবিব, শিহাব, আলামিন, রানা প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন“জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরবে এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।” “আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নন্দীগ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির বার্তা। তৃণমূলের ঐক্যই এখন সময়ের দাবি।” বক্তাদের দৃঢ় অঙ্গীকার ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর নন্দীগ্রামের রাজনীতিতে বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।























