দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফয়জুল করিম মুবিন বহিষ্কৃত বিএনপি বলছে—এনসিপির সঙ্গে আলোচনা চলছে, জোট এখনও চূড়ান্ত হয়নি শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১ “পোষা বিরোধী দল হতে আসিনি, জনগণের দল হব” — সারজিস আলম শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১ প্রভাবের জোরে জমি দখলবাজি: কাগজ নেই, তবুও থামছে না বাপ–বেটার দাপট! “নিষেধাজ্ঞা তুলে দিন, নির্বাচনের সময় দিন — না হলে এটি হবে পায়েল : জয়” ঢাকা-১৪: স্বাস্থ্য ও শিক্ষা খাত রূপান্তরের অঙ্গীকার জামায়াত প্রার্থী আহমেদ বিন কাশেমের পদত্যাগ নয় — গুজব ছড়ালেই হয় না” — নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, এখনও জাতীয় নাগরিক পার্টি-র সঙ্গে আছেন খাগড়াছড়িতে পর্যটনকেন্দ্রে শিক্ষককে ধর্ষণের অভিযোগে আটক — লিটন ত্রিপুরা গ্রেপ্তার
প্রচ্ছদ রাজনীতি বিএনপি বলছে—এনসিপির সঙ্গে আলোচনা চলছে, জোট এখনও চূড়ান্ত হয়নি
বিএনপি বলছে—এনসিপির সঙ্গে আলোচনা চলছে, জোট এখনও চূড়ান্ত হয়নি
ডেস্ক রিপোর্ট আপডেট সময় ০৯:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ‘সব দলের সঙ্গেই আলোচনা চলছে’, এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এখনই কোনো জোট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানিয়েছেন, এ মাসের মধ্যেই ২০০টি আসনে একক প্রার্থী ঘোষণা দেওয়া হবে, যাতে প্রার্থীরা মাঠে কাজ শুরু করতে পারেন। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
বিশ্লেষণ
বিএনপি জোটবদ্ধ রাজনীতিতে আগ্রহী হলেও, এনসিপির সঙ্গে অফিশিয়াল আলোচনা মাত্র শুরু হয়েছে। সালাহউদ্দিন স্পষ্ট করে বলেছেন—“আলোচনা চলছে, তবে এখনই জোট গঠনের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।”
মনোনয়ন প্রসঙ্গে বিএনপি বলেছে—প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে, এবং যারা মনোনয়ন পাবেন না, তাদের জন্য বিকল্প মূল্যায়নের সুযোগ থাকবে। শরিকদের জন্য “যথাযথ গুরুত্ব” দেওয়া হবে এবং প্রয়োজন হলে আসন ছাড়ও দেওয়া হবে।
এই অবস্থায় দেখা যাচ্ছে—বিএনপি স্বতন্ত্রভাবে শক্ত হলে, জোটের বিকল্পও চালু রেখে যাচ্ছে। মনোনয়নের সময়সূচি ও কৌশল এসব নিজের নিয়ন্ত্রণে রাখছে।



















