জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি এনসিপির সঙ্গে আছি। এনসিপির সঙ্গেই সরকার গঠন করব।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের পদত্যাগ প্রসঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের তথ্য দিলে জনগণ বিভ্রান্ত হবার সম্ভাবনা থাকে।
তথ্য নিশ্চিত করেই খবর প্রকাশের আহ্বান জানান এনসিপির এ মুখ্য সমন্বয়ক।
হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়াল— এ বিষয়ে তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারের সময়েও একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই কাজ অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।
এনসিপির এই নেতা আরও বলেন, নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর আওতাধীন মিডিয়ায় সুষ্ঠু ধারার সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি।



















