ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চবি: মাদকমুক্ত ক্যাম্পাস গড়া আমাদের প্রতিজ্ঞা: তৌফিক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের তিনটি কক্ষে মাদকের সম্পৃক্ততা পাওয়া যায়। যা নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন চাকসুর নবনির্বাচিত (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।

 

 

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুক নিজ আইডি থেকে তিনি এসব কথা জানান।

 

তৌফিক শুরুতেই লেখেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের ভয়াবহতা আমরা অতীতে দেখেছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের অন্যতম প্রতিজ্ঞা— মাদকমুক্ত ক্যাম্পাস গড়া। সম্প্রতি শহীদ ফরহাদ হলে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সঠিকভাবে তদন্ত করা। পাশাপাশি কোনো শিক্ষার্থী অভিযুক্ত হলে প্রশাসনের তত্ত্বাবধানে ডোপ টেস্ট করা উচিত।”

 

 

মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তৌফিক। তিনি লেখেন, “বিশ্ববিদ্যালয়ে মাদক কিভাবে প্রবেশ করে, কারা নিয়ে আসে— সে বিষয়েও তদন্ত করা প্রয়োজন। মাদককে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমি চাইবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। কোনো শিক্ষার্থী অভিযুক্ত হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটন করা হোক। মাদকসেবী শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দিকেও নজর দেওয়া উচিত।”

 

মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও লেখেন, “স্পষ্টত,আমি এবং আমরা মাদকের বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কোনো পদক্ষেপের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করবো। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে যা যা করণীয়, আমরা তাই করবো।”

জনপ্রিয় সংবাদ

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

চবি: মাদকমুক্ত ক্যাম্পাস গড়া আমাদের প্রতিজ্ঞা: তৌফিক

আপডেট সময় ১০:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের তিনটি কক্ষে মাদকের সম্পৃক্ততা পাওয়া যায়। যা নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন চাকসুর নবনির্বাচিত (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।

 

 

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুক নিজ আইডি থেকে তিনি এসব কথা জানান।

 

তৌফিক শুরুতেই লেখেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের ভয়াবহতা আমরা অতীতে দেখেছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের অন্যতম প্রতিজ্ঞা— মাদকমুক্ত ক্যাম্পাস গড়া। সম্প্রতি শহীদ ফরহাদ হলে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সঠিকভাবে তদন্ত করা। পাশাপাশি কোনো শিক্ষার্থী অভিযুক্ত হলে প্রশাসনের তত্ত্বাবধানে ডোপ টেস্ট করা উচিত।”

 

 

মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তৌফিক। তিনি লেখেন, “বিশ্ববিদ্যালয়ে মাদক কিভাবে প্রবেশ করে, কারা নিয়ে আসে— সে বিষয়েও তদন্ত করা প্রয়োজন। মাদককে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমি চাইবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। কোনো শিক্ষার্থী অভিযুক্ত হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটন করা হোক। মাদকসেবী শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দিকেও নজর দেওয়া উচিত।”

 

মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও লেখেন, “স্পষ্টত,আমি এবং আমরা মাদকের বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কোনো পদক্ষেপের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করবো। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে যা যা করণীয়, আমরা তাই করবো।”