অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে কোনো অনিয়ম বা দুর্নীতিতে জড়িত হননি বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজীর কাছে ৮ কোটি টাকার বেশি ফেরত দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন,
“আগামীতে যে সরকারই আসুক, আমাকে কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষে আমরা উপদেষ্টারা নিজ নিজ কাজে ফিরে যাব।”
তিনি আরও জানান, সব ধর্মাবলম্বীর জন্য সমানভাবে কাজ করছেন তিনি। বায়তুল মোকাররমে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকেশ্বরী মন্দিরেও উপস্থিত থাকেন সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।
তার অভিযোগ, একটি মহল দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে এবং ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।



















