ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে জামায়াত কার্যালয় ভাঙচুর মামলার আসামি সাংবাদিক আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতার হত্যাচেষ্টা ও দলটির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি।

 

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করে, সাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাংবাদিকতার আড়ালে তিনি স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের কাছাকাছি থেকে অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জন করেছেন— এমন অভিযোগও পুলিশের।

 

এ ছাড়া ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করায় রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে পুলিশের ভাষ্য।

 

 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সাজুকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরের দু’টি সীমান্ত দিয়ে ৬০ জনকে বিএসএফের হস্তান্তর

গোবিন্দগঞ্জে জামায়াত কার্যালয় ভাঙচুর মামলার আসামি সাংবাদিক আটক

আপডেট সময় ০৯:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতার হত্যাচেষ্টা ও দলটির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি।

 

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করে, সাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাংবাদিকতার আড়ালে তিনি স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের কাছাকাছি থেকে অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জন করেছেন— এমন অভিযোগও পুলিশের।

 

এ ছাড়া ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করায় রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে পুলিশের ভাষ্য।

 

 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সাজুকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।