বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ নেতার আমন্ত্রণে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে শুরু হয়েছে এক ইসলামি জলসা। উপজেলার ধোড়া দারুল উলূম নুরানী কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ধোড়া স্কুল মাঠে এ জলসা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে, বাদ যোহর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলবে এ ইসলামি অনুষ্ঠান।
জলসাটির আমন্ত্রণ জানিয়েছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামান সিদ্দিক বাবু। তিনি মাদ্রাসাটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। তবে তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরণ মামলার আসামি। মামলাটির নম্বর—৩৭, তারিখ ১২/০৯/২৫, বগুড়া সদর থানায় দায়ের করা হয়।
ইসলামি জলসার প্রচারপত্রে দেখা গেছে, প্রধান অতিথি হিসেবে নাম রয়েছে বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর। প্রধান বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা)-এর নাম। এছাড়াও আরও কয়েকজন বিএনপি নেতার নাম অতিথি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আর আমান্ত্রনে আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান সিদ্দিক বাবু রয়েছেন
ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম রব্বানীর গফুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোস্তফা জামান সিদ্দিক বাবু এখন কমিটির সভাপতি হিসেবে নামমাত্র রয়েছেন। আসলে বর্তমান কমিটির কোনো কার্যক্রম নেই। ছেলেপেলেরা তার নাম দিয়েছে হয়তো।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, আ’লীগ নেতা মোস্তফা জামান সিদ্দিক বাবুর নামে মামলা আছে, এটা জানি। এর বাইরে কিছু বলতে পারবো না।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিন্ন রাজনৈতিক পরিচয়ের নেতাদের নাম যুক্ত হওয়ায় জলসাটিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।


















