নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, জুলাই সনদের বাস্তবায়ন ব্যাহত হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের ভুল ধারণা ও নেতৃত্ব সংকটের কারণে। তিনি বলেন, “ড. ইউনূস বোঝেন না, তাই এখন সবকিছু ব্লক হয়ে গেছে।”
শনিবার (২৫ অক্টোবর) দৈনিক যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মান্না বলেন, “ড. ইউনূস কোনোভাবেই র্যাডিকাল বা রেভল্যুশনারি নন। তিনি যে বিপ্লব করবেন বা কোনো বিপ্লবী সরকার গঠন করবেন— এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমরা কেবল সংস্কারের আশা করেছিলাম, কিন্তু তিনি সেই ধারণাটিও সঠিকভাবে ধরতে পারেননি। ফলে এখন সবকিছু আটকে গেছে।”
জুলাই সনদের আইনি ভিত্তি না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনাই এখনো দেওয়া যায়নি। একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি ইতিমধ্যে বাতিল। বলা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই নতুন প্রস্তাবনা আসবে।”
গণভোট আয়োজন প্রসঙ্গে মান্না বলেন, “গণভোট দিয়েই সবকিছুর সমাধান হবে না। গণভোট ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু বাস্তবায়নের পুরো দায়িত্ব তা পালন করতে পারে না।”


















