বিএনপির ৩১ দফা প্রচারণার আড়ালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হয়ে গেলো মনোনয়নপ্রত্যাশী নেতা কামরুজ্জামান কামরুলের নির্বাচনী শক্তি প্রদর্শন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাচনাবাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে তাকে গলায় টাকার মালা ও ফুল পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
একপর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার চেক তুলে দেন। চেকটি হাতে তুলে তিনি সমাবেশস্থলে উপস্থিত কর্মীদের দেখান।
কামরুজ্জামান বলেন,
“ওই কর্মীর সঙ্গে আগে পরিচয় ছিল না। তিনি বলেছেন কাল ব্যাংক থেকে টাকা তুলে নিতে। মানুষের ভালোবাসায় আমি আপ্লুত।”
জানা গেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। প্রচার ছিল ৩১ দফার পক্ষে সমাবেশ হলেও পুরো আয়োজনে মূল কেন্দ্রবিন্দু ছিলেন কামরুজ্জামান কামরুল—তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় কর্মীরা বলছেন, এটি ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার জনপ্রিয়তা ও আর্থিক সহায়তার শক্ত বার্তা।


















