ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডাকসু প্রতিনিধিবৃন্দ, প্রক্টরিয়াল টিম, সিটি কর্পোরেশন পুলিশ এবং মেট্রোরেল কর্তৃপক্ষ।
এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন হকাররা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও।
এরই মধ্যে এ ঘটনায় কঠোর অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়।”
তিনি আরও লিখেন, “বহিরাগত উচ্ছেদে যাদের পুরনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা এখন নতুন বয়ান হাজির করছে এবং মিছিলের আয়োজন করছে। কথা একটাই—হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না।”























