বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, যারা গত ৫০ বছর ধরে নৌকা প্রতীকে ভোট দিয়ে আসছেন, গত ১৭ বছরে তারাও সেই ভোট দিতে পারেননি। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে নৌকার ভোটও এবার ধানের শীষে পড়বে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক দলের কর্মী শহীদ মারুফ শেখের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সভ্যভাবে রাজনীতি করতে হবে। অপকর্মে জড়ালে ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। তাই আগে আত্মশুদ্ধি, সৎ থাকা এবং অন্যদের সৎ থাকার পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় সারা জীবন লড়াই করেছেন। দেশের উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।
শহীদ মারুফ সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরাই বিএনপির প্রকৃত শক্তি। তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে—এই ত্যাগ বৃথা যেতে পারে না।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।










