ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত-শিবির ১৮ কোটি মানুষের কলিজার টুকরায় পরিণত হয়েছে: রায়হান সিরাজী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেছেন, শেখ হাসিনা চেয়েছিল এদেশের গণতন্ত্র হত্যা করে সারাজীবন ক্ষমতায় থাকবে। এদেশের মানুষ সেটা হতে দেয়নি। আমরা আছি এদেশে আপা আছে ওপারে। সুতরাং তোমরা চেয়েছিলে জামায়াত-শিবিরকে দেশ থেকে নির্মূল করবে; চেয়ে দেখো— চারটা বিশ্ববিদ্যালয়ে জয় ও ১৮ কোটি মানুষের জাগরণ প্রমাণ করে, তোমরা যাদেরকে নির্মূল করতে চেয়েছিলে তারা ১৮ কোটি মানুষের কলিজার টুকরায় পরিণত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোব) বিকেলে গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পল্টন হত্যা দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রায়হান সিরাজী আরও বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর লগিবৈঠা মানুষ হত্যা করে যে মব সৃষ্টি করা হয়েছিল, এই মব সৃষ্টিকারীদের এখনো বিচার আমরা দৃষমান দেখতে পাই নাই। আমরা সেই খুনিদের বিচার দেখতে চাই।

 

বিক্ষোভ মিছিলটি উপজেলা ডাকবাংলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

 

 

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, জামায়াত নেতা আসাদুল ইসলাম, মনিছুর রহমান ও সোহাগ রহমান প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য; পুবাইল থানার ওসি প্রত্যাহার

জামায়াত-শিবির ১৮ কোটি মানুষের কলিজার টুকরায় পরিণত হয়েছে: রায়হান সিরাজী

আপডেট সময় ১১:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেছেন, শেখ হাসিনা চেয়েছিল এদেশের গণতন্ত্র হত্যা করে সারাজীবন ক্ষমতায় থাকবে। এদেশের মানুষ সেটা হতে দেয়নি। আমরা আছি এদেশে আপা আছে ওপারে। সুতরাং তোমরা চেয়েছিলে জামায়াত-শিবিরকে দেশ থেকে নির্মূল করবে; চেয়ে দেখো— চারটা বিশ্ববিদ্যালয়ে জয় ও ১৮ কোটি মানুষের জাগরণ প্রমাণ করে, তোমরা যাদেরকে নির্মূল করতে চেয়েছিলে তারা ১৮ কোটি মানুষের কলিজার টুকরায় পরিণত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোব) বিকেলে গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পল্টন হত্যা দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রায়হান সিরাজী আরও বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর লগিবৈঠা মানুষ হত্যা করে যে মব সৃষ্টি করা হয়েছিল, এই মব সৃষ্টিকারীদের এখনো বিচার আমরা দৃষমান দেখতে পাই নাই। আমরা সেই খুনিদের বিচার দেখতে চাই।

 

বিক্ষোভ মিছিলটি উপজেলা ডাকবাংলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

 

 

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, জামায়াত নেতা আসাদুল ইসলাম, মনিছুর রহমান ও সোহাগ রহমান প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।