বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে দলীয় নারী কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব হামলাকে গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি জানান, গত ২৮ অক্টোবর বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের একটি নির্বাচনী উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে হামলা চালিয়ে বৈঠক পণ্ড করার চেষ্টা করে।
অন্যদিকে, একইদিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের একটি ওয়ার্ডে কোরআন তালিমের ক্লাসের শুরুতেই দুর্বৃত্তরা হামলা করে চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্তা করে ক্লাসটি বন্ধ করে দেয়।
এ ছাড়া, গত ২০ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার উত্তরপাড়ায় নারী কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। এতে ৫ নারী ও ৩ পুরুষসহ ৮ জন গুরুতর আহত হন এবং কয়েকজন নারীকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণ করা। নারী কর্মীদের ওপর বর্বরোচিত এ আক্রমণ গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের অপচেষ্টা। তিনি অভিযোগ করেন, বিএনপি কর্মীদের এই আচরণ ‘আওয়ামী ফ্যাসিবাদী স্টাইল’-এর কথা স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়।



















