জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত ঐক্যমত্য কমিশনের সর্বশেষ সুপারিশের প্রথম প্রস্তাবনায় সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হলে দলটি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রংপুর পর্যটন মোটেলে বিভাগের বিভিন্ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের ভাইভা কার্যক্রম শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশনের দুই প্রস্তাবনার মধ্যে প্রথমটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হলেও দ্বিতীয় প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। তাই প্রথম প্রস্তাব সংশোধন করে দ্রুত আদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন শুরু করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এ আদেশ জারি করবেন।
তিনি আরও বলেন, গণভোট ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে এনসিপির অবস্থান সুস্পষ্ট। নতুন সংবিধান প্রণয়নের দায়িত্ব পরবর্তী সংসদের হাতে থাকবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত সময়ে সংস্কার বাস্তবায়িত না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত হওয়ার প্রক্রিয়াকে সমর্থন জানায় এনসিপি।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীক না দিলে নবগঠিত দলের প্রতি অবিচার হবে এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা নষ্ট হবে। এতে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।



















