ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যু নিয়ে গুজব, দেশকে উদ্ধার করার জন্য সুস্থ আছি: শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য ‘অসত্য ও পরিকল্পিত গুজব’ বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে, তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন।

 

 

ঘটনার সূত্রপাত্র হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়- দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।

 

 

এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

 

শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ।

 

বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, “শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের কর্মী সমর্থক মনোবল ভাঙতে”।

 

মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়।

 

সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- “আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাবো কেন? আমি সুস্থ্য আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে”।

জনপ্রিয় সংবাদ

ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রতিকার

মৃত্যু নিয়ে গুজব, দেশকে উদ্ধার করার জন্য সুস্থ আছি: শেখ হাসিনা

আপডেট সময় ১০:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য ‘অসত্য ও পরিকল্পিত গুজব’ বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে, তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন।

 

 

ঘটনার সূত্রপাত্র হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়- দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।

 

 

এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

 

শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ।

 

বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, “শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের কর্মী সমর্থক মনোবল ভাঙতে”।

 

মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়।

 

সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- “আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাবো কেন? আমি সুস্থ্য আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে”।