চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মুহাম্মদ তিতুমীরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও তার ভাই সাহিদুজ্জামান টরিককে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর পর পরই সেই প্রতিবেদনে বক্তব্য দেওয়া দর্শনার নাচের শিক্ষিকা পুতুলকে স্বর্ণ চোরাচালান মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়।
এই ফাঁসানোর ঘটনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মুহাম্মদ তিতুমীর জড়িত আছেন বলে সূত্রে জানা যায় এবং তিনি নিজেকে এসপি পরিচয় দিয়েছিলেন বলে জানা গেছে। এসব ঘটনায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।


















