ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের আ. লীগ নেতা শাহারুল ঢাকায় আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে আটক করছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ। এর আগে শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

 

এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার একটি প্রেসে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করতে গিয়ে দুজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়।

 

 

শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, শেরে বাংলা নগর থানা এলাকায় তিনি চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এছাড়া ঢাকার ঝটিকা মিছিলে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। প্রায়ই ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শাহারুল।

 

ঢাকা শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, স্থানীয়রা শাহারুলকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে আটক করি। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, শাহারুলের আটকের বিষয়টি আমরা জেনেছি। শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহসহ একাধিক মামলা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোরের আ. লীগ নেতা শাহারুল ঢাকায় আটক

আপডেট সময় ১০:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে আটক করছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ। এর আগে শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

 

এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার একটি প্রেসে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করতে গিয়ে দুজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়।

 

 

শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, শেরে বাংলা নগর থানা এলাকায় তিনি চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এছাড়া ঢাকার ঝটিকা মিছিলে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। প্রায়ই ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শাহারুল।

 

ঢাকা শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, স্থানীয়রা শাহারুলকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে আটক করি। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, শাহারুলের আটকের বিষয়টি আমরা জেনেছি। শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহসহ একাধিক মামলা রয়েছে।