ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বদলির আদেশ একমাস পেরিয়ে গেলেও দায়িত্বে বহাল ইউএনও ইরতিজা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

চলতি বছরের ২২শে সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানের বদলি করে বরগুনা জেলার তালতলী উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে।

 

 

কিন্তু আশ্চর্যের বিষয়, প্রজ্ঞাপন জারি হওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাকে দশমিনা উপজেলা থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাহী কর্মকর্তা পদায়ন করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা গুঞ্জন ও ক্ষোভ।

 

স্থানীয়রা অভিযোগ করে জানান, বদলির সরকারি আদেশ থাকা সত্ত্বেও তিনি এখনো দায়িত্বে বহাল থেকে নিজেকে দ্বিগুণ ক্ষমতার অধিকারী কর্মকর্তা বলে দাবি করছেন। এছাড়াও সরকারি চাকরির ইতিহাসে দশমিনায় দ্বিগুণ ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করার এমন নজির আগে কখনো দেখা যায়নি।

 

 

এছাড়াও তার বিরুদ্ধে কয়েকজন অফিস স্টাফদের সাথে অশোভন ও অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তা মুখ খুলতে অনিচ্ছুক থাকলেও তাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

 

এমন পরিস্থিতিতে দশমিনার সাধারণ জনগণ, ছাত্রছাত্রী ও সচেতন মহল প্রশ্ন তুলছেন সরকারি বদলির আদেশ জারি হওয়ার পরও কেনো এখনো তাকে অপসারণ করা হচ্ছে না? কোন রহস্য বা প্রভাবের কারণে তিনি এ পদে বহাল রয়েছেন?

 

 

জনগণের দাবি, এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দশমিনা উপজেলা প্রশাসনের শৃঙ্খলা ও মর্যাদা ফিরিয়ে আনা হোক।

জনপ্রিয় সংবাদ

বদলির আদেশ একমাস পেরিয়ে গেলেও দায়িত্বে বহাল ইউএনও ইরতিজা

আপডেট সময় ১০:২৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

 

চলতি বছরের ২২শে সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানের বদলি করে বরগুনা জেলার তালতলী উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে।

 

 

কিন্তু আশ্চর্যের বিষয়, প্রজ্ঞাপন জারি হওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাকে দশমিনা উপজেলা থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাহী কর্মকর্তা পদায়ন করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা গুঞ্জন ও ক্ষোভ।

 

স্থানীয়রা অভিযোগ করে জানান, বদলির সরকারি আদেশ থাকা সত্ত্বেও তিনি এখনো দায়িত্বে বহাল থেকে নিজেকে দ্বিগুণ ক্ষমতার অধিকারী কর্মকর্তা বলে দাবি করছেন। এছাড়াও সরকারি চাকরির ইতিহাসে দশমিনায় দ্বিগুণ ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করার এমন নজির আগে কখনো দেখা যায়নি।

 

 

এছাড়াও তার বিরুদ্ধে কয়েকজন অফিস স্টাফদের সাথে অশোভন ও অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তা মুখ খুলতে অনিচ্ছুক থাকলেও তাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

 

এমন পরিস্থিতিতে দশমিনার সাধারণ জনগণ, ছাত্রছাত্রী ও সচেতন মহল প্রশ্ন তুলছেন সরকারি বদলির আদেশ জারি হওয়ার পরও কেনো এখনো তাকে অপসারণ করা হচ্ছে না? কোন রহস্য বা প্রভাবের কারণে তিনি এ পদে বহাল রয়েছেন?

 

 

জনগণের দাবি, এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দশমিনা উপজেলা প্রশাসনের শৃঙ্খলা ও মর্যাদা ফিরিয়ে আনা হোক।