সংস্কারের পক্ষে যারা থাকবে, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জোটবদ্ধ হয়ে সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, “সে বিষয়ে সংস্কার আন্দোলনের পক্ষের শক্তির সঙ্গে পর্যালোচনা চলছে।”
তিনি আরও বলেন, “এনসিপি যে অবস্থান নেয়, দিন শেষে সবাই সে অবস্থানেই আসে। আর দিন শেষে ট্রফি তো মাঠের খেলোয়াড়েরই হয়—সে ট্রফি এবার এনসিপিই নিচ্ছে।”
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “আমরা চাই সরকার নির্মোহ ও নিরপেক্ষ ভূমিকা পালন করুক। দিন শেষে ভোট জিতবে, গণতন্ত্র জিতবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি অভিযোগ করে বলেন, “বড় দুই দল এখন ডিসি-এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে।”
বিকেল চারটায় অনুষ্ঠিত এই সমন্বয় সভায় জেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম মান্নার সভাপতিত্বে তিন শতাধিক নেতা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 








