ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের হাতে অস্ত্র নয়, কাজ তুলে দেবে: নূরুল ইসলাম বুলবুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের হাতে মাদক আর অস্ত্র নয়, কাজ তুলে দেবে।’

 

 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, অতীতে যারাই ক্ষমতায় এসেছে, তারা যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতিকে নেতৃত্বশূন্য করতে তরুণদের হাতে তুলে দিয়েছে অস্ত্র ও মাদক। কিন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে।

 

 

নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তরুণ ও যুবকদের ভূমিকা ছিল অগ্রণী। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও যুব সমাজই হবে পরিবর্তনের হাতিয়ার। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে। কোনো শিক্ষিত যুবক বেকার থাকবে না। উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের সমাজের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা হবে।

 

প্রবাসী যুবকদের প্রতি দায়িত্বহীনতা ও প্রতারণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিদেশে পাড়ি দিতে গিয়ে বহু যুবক প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু সরকার তা দমন করতে ব্যর্থ হয়েছে।’ জামায়াত ক্ষমতায় গেলে এসব প্রতারক চক্রকে নির্মূল করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিতে। জামায়াত সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।

 

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেশুর রহমান ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম সহ স্থানীয় তরুণ-যুবক ও জামায়াতের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা

জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের হাতে অস্ত্র নয়, কাজ তুলে দেবে: নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় ১০:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের হাতে মাদক আর অস্ত্র নয়, কাজ তুলে দেবে।’

 

 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, অতীতে যারাই ক্ষমতায় এসেছে, তারা যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতিকে নেতৃত্বশূন্য করতে তরুণদের হাতে তুলে দিয়েছে অস্ত্র ও মাদক। কিন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে।

 

 

নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তরুণ ও যুবকদের ভূমিকা ছিল অগ্রণী। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও যুব সমাজই হবে পরিবর্তনের হাতিয়ার। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে। কোনো শিক্ষিত যুবক বেকার থাকবে না। উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের সমাজের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা হবে।

 

প্রবাসী যুবকদের প্রতি দায়িত্বহীনতা ও প্রতারণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিদেশে পাড়ি দিতে গিয়ে বহু যুবক প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু সরকার তা দমন করতে ব্যর্থ হয়েছে।’ জামায়াত ক্ষমতায় গেলে এসব প্রতারক চক্রকে নির্মূল করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিতে। জামায়াত সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।

 

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেশুর রহমান ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম সহ স্থানীয় তরুণ-যুবক ও জামায়াতের নেতৃবৃন্দ।