ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ তাড়াশে দুম্বার মাংস ছিনতাই: যুবদল নেতার ভাই গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা হিসেবে লিটন মির্জা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তাড়াশ পৌরসদরের থানাপাড়া মহল্লার মৃত নাজু মির্জার ছেলে এবং যুবদলের যুগ্ম আহ্বায়কের ভাই। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সৌদি সরকারের সহায়তায় তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বিতরণ করা হয়। এর মধ্যে দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার জন্য বরাদ্দ এক কার্টন মাংস মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ গ্রহণ করেন।

 

তিনি কার্টনটি নিয়ে উপজেলা মসজিদের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তার কাছ থেকে মাংসটি ছিনিয়ে নেয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে।

 

 

এ ঘটনায় দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মহতামিম মো. নজরুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মূল আসামি লিটন মির্জাকে গ্রেপ্তার করে।

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

ফ্যাসিবাদবিরোধী আসিফ মাহমুদও এখন ফ্যাসিস্ট-লুটপাটকারী: তারেক রহমান

সিরাজগঞ্জ তাড়াশে দুম্বার মাংস ছিনতাই: যুবদল নেতার ভাই গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা হিসেবে লিটন মির্জা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তাড়াশ পৌরসদরের থানাপাড়া মহল্লার মৃত নাজু মির্জার ছেলে এবং যুবদলের যুগ্ম আহ্বায়কের ভাই। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সৌদি সরকারের সহায়তায় তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বিতরণ করা হয়। এর মধ্যে দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার জন্য বরাদ্দ এক কার্টন মাংস মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ গ্রহণ করেন।

 

তিনি কার্টনটি নিয়ে উপজেলা মসজিদের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তার কাছ থেকে মাংসটি ছিনিয়ে নেয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে।

 

 

এ ঘটনায় দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মহতামিম মো. নজরুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মূল আসামি লিটন মির্জাকে গ্রেপ্তার করে।

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।