ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি ফয়জুল করীম বলেছেন, ‘হাতপাখার বাতাসে দেশকে ঠাণ্ডা করতে হবে। চলমান রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতা কাটাতে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখাকে বেছে নিতে হবে। জনগণের অধিকার আদায় এবং শান্তিপূর্ণ সমাধান আনতে হাতপাখার বিকল্প নেই। হাতপাখাই দেশের রাজনীতিকে শান্তির পথে নিয়ে যাবে।’
রবিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের পাট বাজারে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত গণ-সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙল নিয়ে নির্বাচন করে তারা লাঙল চালাতে পারে না, যারা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না।
তার মানে উদের মার্কার সঙ্গে নিজেদের কোনো মিল নেই।’
তিনি বলেন, ‘নৌকা চালায় গরিবরা, লাঙল চালায় গরিবরা, ধানও কাটে গরিবরা। কিন্তু যারা নৌকা, ধান ও লাঙল নিয়ে নির্বাচন করে তারা কি গরিব? তবে তাদের সবার মার্কা গরিবের। আসলে নির্বাচনের জন্য তারা মার্কা নিয়েছে গরিবদের, কিন্তু একজনও গরিব না।
তার মানে কথার সঙ্গে কাজের মিল নেই। কিন্তু হাতপাখার যে নির্বাচন করে, সেও হাতপাখা ঘোরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে।’
ফয়জুল করীম বলেন, ‘হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক, কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না।
নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সব মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।’
গণ-সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী হাবিবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















