ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম-শহর, অলিগলি- জিতবে এবার শাপলা কলি: সারজিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

অলিগলি- জিতবে এবার শাপলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

 

আজ রবিবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ‘গ্রাম- শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি।’ তার করা পোস্টটি এরই মধ্যে হু হু করে ভাইরাল হয়েছে।

 

 

সারজিস আলমের করা পোস্টের নিচে অনেকেই নানা রকম কমেন্ট করেছেন।

 

 

মোহাম্মদ ফরহাদ মোল্যা নামের একজন লেখেন, শাপলার কলি কলিই থাকবে, জীবনে আর শাপলা ফুল ফুটবে না। এটা বাস্তব মেলায় নিয়েন।

 

গিয়াস উদ্দিন মাক্কি নামের আরেকজন লেখেন, জেনে যাক অলিগলি— জিতবে এবার আনার কলি।

 

নুর আহমেদ লেখেন, এবার শাপলা কলিতে আলোয় আলোকিত হবে বাংলাদেশ

 

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা শাপলা কলি নেব।

 

 

আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আজ ইসিতে দরখাস্ত দিয়েছি। এখানে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি অপশন রাখা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

‘নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে’

গ্রাম-শহর, অলিগলি- জিতবে এবার শাপলা কলি: সারজিস

আপডেট সময় ১০:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

অলিগলি- জিতবে এবার শাপলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

 

আজ রবিবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ‘গ্রাম- শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি।’ তার করা পোস্টটি এরই মধ্যে হু হু করে ভাইরাল হয়েছে।

 

 

সারজিস আলমের করা পোস্টের নিচে অনেকেই নানা রকম কমেন্ট করেছেন।

 

 

মোহাম্মদ ফরহাদ মোল্যা নামের একজন লেখেন, শাপলার কলি কলিই থাকবে, জীবনে আর শাপলা ফুল ফুটবে না। এটা বাস্তব মেলায় নিয়েন।

 

গিয়াস উদ্দিন মাক্কি নামের আরেকজন লেখেন, জেনে যাক অলিগলি— জিতবে এবার আনার কলি।

 

নুর আহমেদ লেখেন, এবার শাপলা কলিতে আলোয় আলোকিত হবে বাংলাদেশ

 

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা শাপলা কলি নেব।

 

 

আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আজ ইসিতে দরখাস্ত দিয়েছি। এখানে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি অপশন রাখা হয়েছে।’