ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় জায়গা পাননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলটির সবচেয়ে জনপ্রিয় এবং বারবার কারা নির্যাতিত ও ফ্যাসিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্বাধীন নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলে জানা গেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি সেই তালিকায় রিজভী আহমেদের নাম দেখা যায়নি।
দলের একটি বিশেষ সূত্র জানায়, রিজভী আহমেদ মনোনয়ন অবশ্যই পাবেন। তবে সেখানে নাম না থাকাই অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।
এছাড়া আলোচিত ও উল্লেখযোগ্য প্রার্থীর তালিকায় রয়েছেন: ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ ইশরাক, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, ঢাকা-১৯ সালাহ উদ্দিন, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসনা মাহমুদ টুকু, ঢাকা-২ আমান উল্লাহ আমান, কুমিল্লা-১ ড. মোশাররফ হোসেন, চাঁদপুর- ১ এহসানুল হক মিলন, ঢাকা-১৬ আমিনুল হক, লক্ষীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।
কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, কিশোরগঞ্জ- ৪ অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৩ ড. ওসমান ফারুক, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, নরসিংদী- ২ ড. আব্দুল মঈন খান, ফরিদপুর- ২ শ্যামা ওবায়েদ, টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

















