ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন না পেলেও দল ছেড়ে যাব না: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে পাননি বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও দল ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, ‘৬৩টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা, যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে, যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে হচ্ছে কি না, এটা আমি জানি না।’

 

 

 

তার মনোনয়ন পাওয়া, না পাওয়া নিয়ে দেশের মানুষের আগ্রহ আছে, এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করবে।’

 

বিএনপির এ নেত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় আসলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন (মনোনয়ন) পেয়েছেন ২৩৭টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব।’

 

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনো আশাবাদী কি না, এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাব। আমার নেতাকর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে আমি ছিলাম, আছি, থাকব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’

 

বিএনপি ছেড়ে দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার করব: নাসীরুদ্দীন

মনোনয়ন না পেলেও দল ছেড়ে যাব না: রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে পাননি বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও দল ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, ‘৬৩টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা, যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে, যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে হচ্ছে কি না, এটা আমি জানি না।’

 

 

 

তার মনোনয়ন পাওয়া, না পাওয়া নিয়ে দেশের মানুষের আগ্রহ আছে, এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করবে।’

 

বিএনপির এ নেত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় আসলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন (মনোনয়ন) পেয়েছেন ২৩৭টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব।’

 

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনো আশাবাদী কি না, এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাব। আমার নেতাকর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে আমি ছিলাম, আছি, থাকব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’

 

বিএনপি ছেড়ে দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।’