আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের জন্য ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আনন্দ-উল্লাস করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে এই দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে দলের প্রতি আহ্বান জানানো হয়।
জানা যায়, সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে মাদারীপুর-০১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েন। এরই প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করার কথা বলা হয়। এই খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা শিবচর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস করেন। পাশাপাশি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে দেখা যায় মনোনয়ন ঘোষণার পর তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ ও বক্তব্য দেন। সেই বক্তব্যে জয় বাংলা বলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েন ফেসবুকে। ঝড় ওঠে জেলা ও উপজেলাজুড়ে। মাদারীপুর-১ আসনের বাসিন্দাদের ধারণা এই বক্তব্যের কারণে তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।



















