বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রথম ধাপে বিনামূল্যে ২৩ জন রোগীর চোখের ছানির অপারেশ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার রেটিনা গ্লকোমা সেন্টার অ্যান্ড সুপার স্পেশালটি আই হসপিটালে এ অপারেশন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বাকি আরও ৭২ জন রোগীকে ধারাবাহিকভাবে বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হবে।
স্থানীয়ভাবে আয়োজিত এই চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।
ভৈরব উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা কবির হোসাইন বলেন, আমরা বিশ্বাস করি, সেবা হচ্ছে মানবতার সবচেয়ে বড় দাওয়াত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। এই চক্ষু শিবির সেই মানবিক প্রয়াসেরই অংশ। প্রথম ধাপে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হয়েছে, পরবর্তীতে আরও ৭২ জনকে এর আওতায় আনা হবে। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















