চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দলীয় কোন্দল নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন।’
বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে হাসনাত বলেন, ‘অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ আর বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে গেছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে প্রভাবশালী করেছে, তাদের বিচার একদিন হবেই।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি নতুন বাংলাদেশ গড়তে চান, তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি কোনো জোটনির্ভর দল নয়। আমরা আসন বণ্টনের রাজনীতি নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করি। বিএনপি-জামায়াত শেষ পর্যন্ত এনসিপির অবস্থানেই এসে দাঁড়াতে বাধ্য হবে।’
সভায় সরকারের দুই উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রকল্প হলো স্বাস্থ্য উপদেষ্টা। তিনি না স্বাস্থ্য বোঝেন, না জনগণের কষ্ট বোঝেন। তিনি বোঝেন, কোন জেলা থেকে কিস্তি তুলবেন, কোন ওষুধ বিক্রি করলে বেশি মুনাফা হবে। তার ব্যর্থতার দায় আমাদের দীর্ঘদিন বইতে হবে।’
খুলনায় এক ‘জুলাই যোদ্ধা’র চোখ হারানোর ঘটনার দায়ও স্বাস্থ্য উপদেষ্টার বলে দাবি করেন তিনি।
এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার প্রতিও অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, ‘জুলাই যোদ্ধাদের পাওনা মেটাতে নানা প্রটোকল দেখানো হচ্ছে। যদি দ্রুত পরিশোধ না করা হয়, তবে প্রটোকলে থাকা কালো গ্লাসের গাড়ি থেকে টেনে বের করে পাওনা আদায় করা হবে।’
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চট্টগ্রামে এনসিপির কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি কোরাম দেখি। টিকে থাকতে হলে কোরাম নয়, কর্ম দরকার। একা সফল হতে চাইলেই পতন আসবে। সবাইকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে।’



















