ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভাবি ও ভাতিজাকে নির্মমভাবে হত্যার দায়ে সাদিকুর রহমান সাদেক (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত সাদিকুর রহমান সাদেক আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের উজানগোকান্দি এলাকার মোবারক হোসেনের ছেলে।

 

 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলির কাছে টাকা ধার চান। কাকলি টাকা দিতে রাজি না হওয়ায় সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

 

পর দিন নিহতের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভেঙে বক্তব্য, রাশেদকে সতর্ক করল গণঅধিকার

নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভাবি ও ভাতিজাকে নির্মমভাবে হত্যার দায়ে সাদিকুর রহমান সাদেক (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত সাদিকুর রহমান সাদেক আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের উজানগোকান্দি এলাকার মোবারক হোসেনের ছেলে।

 

 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলির কাছে টাকা ধার চান। কাকলি টাকা দিতে রাজি না হওয়ায় সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

 

পর দিন নিহতের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।