দলীয় শৃঙ্খলা ভেঙে বক্তব্য প্রদানের কারণে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনকে সতর্ক করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাতে দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন দলের সিদ্ধান্তের বাইরে গণমাধ্যমে যে বক্তব্য প্রদান করেছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত। এই বক্তব্য দলের অবস্থান ও সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও বলা হয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে এমন মন্তব্য করা শৃঙ্খলাভঙ্গের শামিল এ কারণে তাকে সতর্ক করা হলো। ভবিষ্যতে দলীয় নীতি ও সিদ্ধান্ত অনুসরণ করে বক্তব্য প্রদানের জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনুরোধ করা হচ্ছে।



















