সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে একটি গণভোট আয়োজন করা অপরিহার্য। তিনি আরও বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিশোধপরায়ণ দল নয়। ৫ আগস্টের রাতে দলটি প্রতিশোধ নয়, দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের পাশে থাকার আহ্বান জানায়। তিনি বলেন, এত নির্যাতনের পরও দলীয় কর্মীরা মসজিদ, মন্দির ও বিভিন্ন উপাসনালয়ে পাহারা দিয়েছেন।
তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। জনগণও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের কথা শুনেছে। কিন্তু অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো থেকে তা দেখা যায়নি। রাজনীতি করতে হলে রাজকীয় মন নিয়ে, দেশের সবকিছু উজাড় করে দিয়ে রাজনীতি করতে হয়। কিন্তু আমাদের দেশে উল্টোটা ঘটে।”
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং অন্যান্য উচ্চপর্যায়ের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা দায়িত্বশীলতার গুরুত্ব, ভোটের মাধ্যমে জাতির ভবিষ্যৎ রূপায়ণ এবং দলীয় কর্মকাণ্ডের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।



















