জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে।’ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। আমি তারুণ্য নির্ভর বাংলাদেশ দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘অনেক বাধা পেরিয়ে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করি, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা উঠে গিয়েছে তাই, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সচেতন ভূমিকা নিতে হবে।’ এসময় ছাত্র সংসদের নির্বাচনে জয়ী নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়য়ের উন্নয়নমূলক কাজে টেন্ডার বাণিজ্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
জামায়াত আমীর তরুণদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনই নিজেদের প্রস্তুত করতে হবে। জাতি তরুণদের কাছ থেকে অনেক আশা করেছিল, কিন্তু কয়েকজনের ভুলের কারণে সেই বিশ্বাসে ভাটা পড়েছে। আমি চাই, সেই আস্থা ও উদ্দীপনা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ফিরে আসুক।’
স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘তরুণরাই একসময় দুর্বার আন্দোলনের মাধ্যমে পর্বত সমান হস্তি স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছে। তারাই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।’




















