চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) নগরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির এখন শিক্ষার্থীদের আস্থার সংগঠন।”
তিনি আরও বলেন,
“আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নই; আমাদের অনুসরণীয় আদর্শ হল রাসুল (সা.)-এর জীবন ও দিকনির্দেশনা। নবীর (সা.) সময়েও মুশরিকরা ইসলামের দাওয়াত বন্ধে অপপ্রচার চালিয়েছে, আজও সেই ধারা দেখা যায়।”
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন,
“উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করে তা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা জরুরি।”
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।


























