ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজির ইন্তেকাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আল্লামা নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের নেতা এইচএম সানাউল্লাহ। তিনি বলেন, “আল্লামা নুরুল হুদা ফয়েজি ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ ও সম্মানিত আলেম। সারা দেশে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন।”

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, আল্লামা নুরুল হুদা ফয়েজির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতে উঁচু মাকাম কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজির ইন্তেকাল

আপডেট সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আল্লামা নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের নেতা এইচএম সানাউল্লাহ। তিনি বলেন, “আল্লামা নুরুল হুদা ফয়েজি ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ ও সম্মানিত আলেম। সারা দেশে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন।”

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, আল্লামা নুরুল হুদা ফয়েজির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতে উঁচু মাকাম কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।