আলেম ও দাঈ শাইখ মাহমুদুল হাসান গুনবি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) লোহাগড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়।
ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
তার দ্রুত সুস্থতা কামনা করে দেশজুড়ে আলেম ও অনুসারীরা দোয়া চেয়েছেন।




















