ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের মেহেরপুরের প্রবেশদ্বারে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জেল হোসেন (৫৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

 

নিহত তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে এবং পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটার সময় মেহেরপুর জেলার সীমান্তবর্তী নতুন দরবেশপুর গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জেল হোসেন মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর অভিমুখে আসছিলেন।

 

এসময় একটি যাত্রীবাহী বাস তাকে অতিক্রম করে চলে যায়, এর পিছনে একটি মালবাহী ট্রাকও আসছিলো। তিনি অসাবধানতা বশতঃ খেয়াল না করে ডানে মোড় নিয়ে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। এবং তার রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন, সেখানে প্রচুর রক্তক্ষরণ হয়।

 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। দমকলকর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আপডেট সময় ০৯:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের মেহেরপুরের প্রবেশদ্বারে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জেল হোসেন (৫৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

 

নিহত তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে এবং পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটার সময় মেহেরপুর জেলার সীমান্তবর্তী নতুন দরবেশপুর গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জেল হোসেন মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর অভিমুখে আসছিলেন।

 

এসময় একটি যাত্রীবাহী বাস তাকে অতিক্রম করে চলে যায়, এর পিছনে একটি মালবাহী ট্রাকও আসছিলো। তিনি অসাবধানতা বশতঃ খেয়াল না করে ডানে মোড় নিয়ে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। এবং তার রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন, সেখানে প্রচুর রক্তক্ষরণ হয়।

 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। দমকলকর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।