ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের মিষ্টি বিতরণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

 

 

সোমবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন উপস্থিত ছিলেন।

 

 

মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রশিবির নেতা ও শাকসুর সম্ভাব্য ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, আমাদের ক্যাম্পাসের একমাত্র শহিদ রুদ্র সেন হত্যা মামলার প্রধান আসামি ছিল শেখ হাসিনা ও দুই নম্বর আসামি ছিল আসাদুজ্জামান কামাল। তাদের মৃত্যুদণ্ডের রায়ে শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়েছেন। এবং ছাত্রশিবিরের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, যেদিন শেখ হাসিনার এই রায় কার্যকর হবে সেদিন দেশের প্রতিটা স্থানে মিষ্টি বিতরণে মাধ্যমে মানুষ উদযাপন করবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর দেখতে চাই।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৮:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

 

 

সোমবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন উপস্থিত ছিলেন।

 

 

মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রশিবির নেতা ও শাকসুর সম্ভাব্য ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, আমাদের ক্যাম্পাসের একমাত্র শহিদ রুদ্র সেন হত্যা মামলার প্রধান আসামি ছিল শেখ হাসিনা ও দুই নম্বর আসামি ছিল আসাদুজ্জামান কামাল। তাদের মৃত্যুদণ্ডের রায়ে শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়েছেন। এবং ছাত্রশিবিরের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, যেদিন শেখ হাসিনার এই রায় কার্যকর হবে সেদিন দেশের প্রতিটা স্থানে মিষ্টি বিতরণে মাধ্যমে মানুষ উদযাপন করবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর দেখতে চাই।