ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শততম টেস্টে ঝলমলে মুশফিক, দুশ রানে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

নিজের ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে দারুণ মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মাত্র ১০৯ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চারের মাধ্যমে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান তিনি।

এর আগে মুমিনুল হকও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তার ব্যাটে আরেকটি চার আসতেই দলীয় স্কোর দুশ রানে পৌঁছে যায়। তবে সেট হওয়ার পরও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ১২৮ বলে ৬৩ রান করে। চতুর্থ উইকেটে মুমিনুল ও মুশফিক মিলে যোগ করেন মূল্যবান ১০৭ রান।

মুমিনুলের বিদায়ের পর উইকেটে নামেন লিটন দাস। শুরু থেকেই তিনি মুশফিককে ভালো সঙ্গ দিতে থাকেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ মাইলফলকও স্পর্শ করেছেন লিটন—টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূরণ করেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৭৩ এবং লিটন ২৮ রানে অপরাজিত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক ‘র‍্যাব সদস্য’

শততম টেস্টে ঝলমলে মুশফিক, দুশ রানে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

নিজের ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে দারুণ মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মাত্র ১০৯ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চারের মাধ্যমে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান তিনি।

এর আগে মুমিনুল হকও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তার ব্যাটে আরেকটি চার আসতেই দলীয় স্কোর দুশ রানে পৌঁছে যায়। তবে সেট হওয়ার পরও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ১২৮ বলে ৬৩ রান করে। চতুর্থ উইকেটে মুমিনুল ও মুশফিক মিলে যোগ করেন মূল্যবান ১০৭ রান।

মুমিনুলের বিদায়ের পর উইকেটে নামেন লিটন দাস। শুরু থেকেই তিনি মুশফিককে ভালো সঙ্গ দিতে থাকেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ মাইলফলকও স্পর্শ করেছেন লিটন—টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূরণ করেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৭৩ এবং লিটন ২৮ রানে অপরাজিত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন।