বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, ‘শ্রীপুরে বিশেষ করে গাজীপুর-৩ আসনে কোন মাদক থাকবে না। মাদক চিরতরে নিশ্চিহ্ন করে ফেলব। কোন সন্ত্রাসও থাকবে না এই এলাকায়।’
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শ্রীপুরের আক্তাপাড়া এলাকায় গ্রাম বৈঠকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। এক পর্যায়ে গ্রাম বৈঠকটি রূপ নেয় জনসভায়।
ডা. বাচ্চু আরো বলেন, হাসিনা ভোট ছাড়াই অবৈধভাবে ক্ষমতায় ছিল। ১৮ বছর মানুষ কোন ভোট দিতে পারেনি।
অনেকে নতুন ভোটার হয়েছে। তারাও ভোট দিতে পারেনি। এবার তারা প্রথম ভোট দেবে। মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রচন্ড আগ্রহ দেখা যাচ্ছে।
নির্বাচিত সরকারকে তারা ক্ষমায় দেখতে চাচ্ছে। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে পরবর্তী নির্বাচন হবে নিরেপক্ষ সরকারের অধীনে। হাসিনা সরকার ও তার ঘনিষ্ঠরা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে।
তারা দুর্নীতি করেছে। বিএনপি দুর্নীতি করবে না। আমরা শ্রীপুরেকে আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব। সব চেয়ে প্রাধান্য দিব শিক্ষাকে। এখানকার মানুষ শিক্ষার জন্য অন্য জেলায় যায়। আমরা এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, মানুষ অন্য জায়গা থেকে শ্রীপুরে আসব।
তিনি বলেন, এ আসন আপনারা বেগম জিয়া ও তারেক রহমানকে উপহার দেবেন। আমার আপনাদের এক নতুন শ্রীপুর উপহার দেব। আগামী দিনে বিএনপি বৈষম্যহীন বাংলাদেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বে। কল্যাণকর রাষ্ট্র গড়বে। যেখানে থাকবে ন্যয় বিচার ও আইনের শাসন।
মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নান প্রমুখ।



















