দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেই ইতিহাস গড়েছিলেন মুশফিকুর রহিম। সেই মাইলফলকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে সেঞ্চুরি উপহার দিয়ে তিনি ঢুকে গেলেন টেস্ট ইতিহাসের এক বিরল এলিট ক্লাবে—যেখানে তার আগে ছিলেন মাত্র ১০ জন ক্রিকেটার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের কেন্দ্রবিন্দু ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। আগের দিন সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছানো মুশফিক সকালে প্রথম ওভারে খেলেন বেশ সংযতভাবে। দ্বিতীয় ওভারে এসে ৯৫ বলে পূরণ করেন ক্যারিয়ারের ১৩তম এবং সবচেয়ে বিশেষ এই সেঞ্চুরি। এর আগে করা তার ১২ সেঞ্চুরির মধ্যে তিনটিই ছিল ডাবল টন।
সেঞ্চুরি উদযাপনে নিজের পরিচিত ভঙ্গিতেই আবেগের বিস্ফোরণ ঘটান বাংলাদেশের ইতিহাসের সফলতম এই টেস্ট ব্যাটার।
শততম টেস্টে সেঞ্চুরির এই অনন্য অর্জনে মুশফিক নাম লিখিয়েছেন কলিন কাউন্ড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, আলেক স্ট্রুয়ার্ট, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের পাশে। এর মধ্যে পন্টিং তো নিজের শততম টেস্টে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি।
শেষদিকে তালিকায় যোগ হয়েছে জো রুট ও ডেভিড ওয়ার্নারের নাম—যারা শততম টেস্টে করেছিলেন ডাবল সেঞ্চুরি। রুট ভারতের বিপক্ষে, আর ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম—টেস্ট ইতিহাসে এক বিরল অধ্যায়ের নতুন নায়ক।

























