আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করছে।
নির্বাচনী মাঠে দলীয় তৎপরতা আরও জোরদার করতে এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ওয়ার্ড বিএনপি’র ডাকে নির্বাচনী সভা গুলো যেন জনসমুদ্রে পরিণত হচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে উঠান বৈঠক এবং বৃহস্পতিবার সন্ধ্যায় একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় নেতারা ছাড়াও বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ এখন সত্যিকার পরিবর্তন চায়। ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ধানের শীষ দেশের মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক হিসেবে আজ আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বরাবরই সোচ্চার। বিগত সময়েও স্বৈরাচারী আচরণ, ভয়ভীতি বা দমনপীড়নে আমরা পিছিয়ে যাইনি জনগণের রায় পেলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি মাঠপর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গ্রাম এলাকায় ভোটারদের কাছে যান, তাদের আশা-আকাঙ্ক্ষা শুনুন, দলীয় প্রার্থী ও দলের অবস্থান তুলে ধরুন। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা।
৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাশেম আলীর। সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, পৌর ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাগুলোতে স্থানীয় জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

























